
ছবি: দৈনিক জনকণ্ঠ
রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায় লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি কাঙালিনী সুফিয়ার নামে প্রতিষ্ঠিত হলো 'কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর'।
বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার আলীপুরের কল্যাণপুর বিলপাড়ায় 'কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায়, কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর এর উপদেষ্টা সদস্য মো. রবিউল আলমের সভাপতিত্বে রাজবাড়ী জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন, কাঙালিনী সুফিয়া।
আলোচনা সভা শেষে কাঙালিনী সুফিয়াসহ ঢাকা থেকে আগত ও স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসময়, গুণী এই শিল্পীর নামে প্রতিষ্ঠিত একাডেমি ও জাদুঘর ঘিরে এলাকাবাসী ও শিল্পীদের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।
লোকসংগীত শিল্পী কাঙালিনী সুফিয়া বলেন, আমি মরে গেলেও যেন একাডেমিটা থাকে, সরকারই একে পরিচালনা করুক। এখানে একটি নির্বাচিত কমিটি থাকবে এবং চারপাশে বাউন্ডারি গড়ে তোলা হোক এটাই আমার দাবি।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমরা ছোটবেলা থেকেই তার গান শুনে বড় হয়েছি। তিনি শুধু আমাদের জেলার নয়, জাতীয় সম্পদ। জেলা প্রশাসন সব সময় তার পাশে থাকবে এবং তার অনুরোধগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবে।
উল্লেখ্য, সংগীতে অনন্য অবদানের জন্য ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন শিল্পী কাঙালিনী সুফিয়া।
ফারুক