ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এশিয়ার কোন দেশ পারমাণবিক অস্ত্রে কোন দেশের চেয়ে শক্তিশালী?

প্রকাশিত: ১৪:০৮, ১ মে ২০২৫

এশিয়ার কোন দেশ পারমাণবিক অস্ত্রে কোন দেশের চেয়ে শক্তিশালী?

ছবিঃ সংগৃহীত

বিশ্বের সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড হিসেবে পরমাণু অস্ত্রের গুরুত্ব অপরিসীম। ৩০-৪০ বছর আগে যেখানে এই অস্ত্রের সংখ্যা সীমিত ছিল, বর্তমানে তা অনেক বেশি দেশে ছড়িয়ে পড়েছে। তবে, আজও বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০ শতাংশের মালিক যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এছাড়া, আরও সাতটি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী, যার মধ্যে এশিয়ার তিনটি দেশ—ভারত, চীন এবং পাকিস্তান—প্রধান।

ভারতের পারমাণবিক শক্তি

২০২৩ সালের তথ্যমতে, ভারতের কাছে প্রায় ১৫০ থেকে ১৬০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। দেশটির পারমাণবিক কর্মসূচি প্রথমে শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে শুরু হলেও ১৯৭৪ সালের পর তা সামরিক উদ্দেশ্যে বিস্তার লাভ করে। ওই বছরই 'স্মাইলিং বুদ্ধ' কোড নেমে ভারত প্রথম পরমাণু পরীক্ষা চালায়। পরবর্তীতে, ১৯৯৮ সালে ভারতের 'অপারেশন শক্তি' কোড নেমের অধীনে ৫টি পরমাণু পরীক্ষা চালানো হয়, যা দেশের ফিউশন এবং থার্মোনিউক্লিয়ার অস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে। এই পরীক্ষা ভারতকে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। ভারতের নিউক্লিয়ার ডকট্রিনে রয়েছে 'নো ফার্স্ট ইউজ' নীতি, অর্থাৎ তারা প্রথমে কোনো সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, তবে পরমাণু হামলার শিকার হলে শক্তিশালী প্রতিশোধ নিতে প্রস্তুত।

চীনের পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণ

চীন বর্তমানে তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ এবং সম্প্রসারণে ব্যাপক জোর দিচ্ছে। ২০২৩ সালের হিসাবে, চীনের কাছে প্রায় ৪১০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এই অস্ত্রগুলি ল্যান্ড বেজড ব্যালিস্টিক মিসাইল এবং সি-বেজড মিসাইলের মাধ্যমে ব্যবহার করা যাবে। ১৯৬৪ সালে চীন তার প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং পঞ্চম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে চীন তার অস্ত্রাগারের আধুনিকীকরণে ব্যাপক বিনিয়োগ করছে।

পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা

পাকিস্তানও তার পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধি করছে। ২০২৩ সালের তথ্যমতে, পাকিস্তানের কাছে ১৬৫ থেকে ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ১৯৭০-এর দশকের শেষ দিকে শুরু হয় এবং আজ এটি একটি শক্তিশালী পারমাণবিক শক্তিতে পরিণত হয়েছে।

 

তথ্যসূত্রঃ https://youtu.be/COhAU3PZLzI?si=JITwNF3ENzGAiYIp

মারিয়া

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার