
ছবিঃ সংগৃহীত
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১লা মে) সকাল আটটার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. আবুল বাশারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা বদরুদ্দিন আহমেদ, উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহ-সভাপতি মোহাম্মদ শামীম আতাহার প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন, দেশের উন্নতিতে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তাও করা সম্ভব না।
সকল বক্তারা আলোচনা সভায় মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মালিক ও শ্রমিককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নসহ শ্রমিকদের কল্যাণ একসাথে কাজ করার আহ্বান জানান। এরপর একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মারিয়া