ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাউফলে জমি নিয়ে সংঘর্ষ, আহত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাউফল ,পটুয়াখালী

প্রকাশিত: ১৪:১৬, ১ মে ২০২৫

বাউফলে জমি নিয়ে সংঘর্ষ, আহত বৃদ্ধের মৃত্যু

ছবি: জনকণ্ঠ

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত শাহ আলম রাঢ়ী (৫৭) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, গত ২৩ মার্চ বাউফল সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শাহ আলম রাঢ়ীর সঙ্গে প্রতিবেশী গোবিন্দ, বিধান, রাজু ও হৃদয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়লে শাহ আলম রাঢ়ী মারাত্মকভাবে আহত হন। 

তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাৎক্ষণিকভাবে তাঁকে বরিশাল ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। 

ঘটনার পর ২৪ এপ্রিল শাহ আলম রাঢ়ীর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি মারামারির মামলা দায়ের করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, "আঘাতের কারণে শাহ আলম রাঢ়ীর ব্রেইনে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।"

বাউফল থানার নবাগত ওসি আখতারুজ্জামান বলেন, "লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিলো। এর মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছে, একজন হাজতে রয়েছেন।"

কামরুজ্জামান/রবিউল

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার