ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে জেলা প্রশাসক বলেছেন মে দিবস, শ্রমজীবী মেহনতি জনগণের ঐক্যের বিজয়

তাহমিন হক ববী, নীলফামারী

প্রকাশিত: ১৭:৩৪, ১ মে ২০২৫; আপডেট: ১৭:৩৪, ১ মে ২০২৫

নীলফামারীতে জেলা প্রশাসক বলেছেন মে দিবস, শ্রমজীবী মেহনতি জনগণের ঐক্যের বিজয়

ছবি: জনকণ্ঠ

শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে' স্লোগানের মধ্য দিয়ে নীলফামারী জুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। আজ বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে সরকারি ভাবে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের  আয়োজনে জেলার সকল শ্রমিকদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য চলছে অনুষ্ঠান মালা। সরকারি ভাবে ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো এই দিবসটি পালন করছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে।


নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে  বের হয় শোভাযাত্রা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে আলোচনা সভায় অংশ নেয়।


আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্য বলেন বিশ্বের শ্রমজীবী মেহনতি জনণের ঐক্য, সংহতি, সংগ্রাম ও বিজয়ের মধ্যে দিয়ে রচিত হয় মহান মে দিবস। যা বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায়। মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণি-বৈষম্য। তবে শ্রেণি-বৈষম্য এখনও পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্নত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে।


জেলা প্রশাসক বলেন এবার শুধু মেয়ে দিবস নয়। দিবসটির সাথে যোগ হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। আমাদের সরকার শ্রমিকদের পেশাগত স্বাস্থ্যকেও গুরুত্ব দিয়েছেন।বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রম অধিকার রা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়নে গত ১৭ নভেম্বর বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করেন। কমিশন শ্রম বিষয়ে অংশীজন ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করে সুপারিশসহ  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ২১ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এতে শ্রমিকরা তাদের জীবনকে আরও উন্নত করতে পারবেন। আমরা চাইবো সকল শিল্পকারখানার মালিকগণ শ্রমিকদের অভিভাবক। শুধু মজুরী দিয়ে নয় স্নেহভালবাসা দিয়ে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষাকেও প্রাধান্য দিবেন।  


অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মহসিন, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা জামায়াতের সেক্রেটারী সিনিয়র প্রভাষক মোঃ আন্তাজুল ইসলাম, জেলা জজ ও দায়রা আদালতের সরকারি কৌশলী(জিপি) আবু মহাম্মদ সায়েম, পৌর বিএনপির সভাপতি মাহবুব রহমান সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।

শিহাব

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার