ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিয়ে কবে করছেন জানানেল দীঘি

প্রকাশিত: ১১:০৭, ১ মে ২০২৫

বিয়ে কবে করছেন জানানেল দীঘি

ছবি: সংগৃহীত।

শৈশবে কাবুলিওয়ালা ছবির মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তারপর দীর্ঘ পথ পেরিয়ে তিনি আজ ঢালিউডের অন্যতম জনপ্রিয় মুখ। অভিনয়জীবনে অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন দীঘি।

সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক সাড়া এবং আবেগঘন প্রতিক্রিয়ায় অভিভূত এই অভিনেত্রী। বলেন, “এত ভালোবাসা পাচ্ছি, তা ভাবিনি। এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।”

সম্প্রতি এক টকশোতে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন দীঘি। উপস্থাপিকার বিয়ে প্রসঙ্গের জবাবে দীঘি স্পষ্ট করে জানান, এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই তার।

দীঘি বলেন, “বিয়ে-শাদীর বিষয়টা যদি বলেন, তাহলে বলি—রিসেন্টলি তো কোনোভাবেই না। আমি আগে আমার পড়াশোনা শেষ করতে চাই, মাস্টার্সটা কমপ্লিট করতে চাই। এরপর একটা স্টেবল ক্যারিয়ার গড়ে তোলা—এই জিনিসটা করতে করতে সাত-আট বছর লেগে যেতে পারে। কিন্তু আমি চাই না, ওই পিক টাইমে কোনো ভুল হোক।”

শিশুশিল্পী হিসেবে ছোটবেলা থেকেই চলচ্চিত্রের ভেতরের জগৎ দেখেছেন দীঘি। তার ভাষায়, “আমি চোখের সামনে অনেক কিছু দেখেছি। তাই এবার যদি শিক্ষা না নেই, তাহলে আমারই দোষ। এবার আর ভুল করতে চাই না।”

দীঘি জানিয়েছেন, তার লক্ষ্য শুধু ঢালিউডে নয়—আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করা। তিনি বলেন, “আমাদের দেশের অনেক অভিনেত্রী এখন কলকাতা বা বলিউডের ওটিটি কাজেও ডাক পাচ্ছেন। আমিও চাই সেই জায়গায় নিজেকে তৈরি করতে।”

চিত্রনায়িকা হিসেবে দীঘির পথচলা শুরু হয়েছিল দেলোয়ার জাহান ঝন্টুর নির্মিত তুমি আছ, তুমি নাই সিনেমা দিয়ে। এরপর নানা চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন।

এখন দীঘির চোখ আগামীর দিকে—একজন ‘পাকা অভিনেত্রী’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার প্রধান লক্ষ্য।

নুসরাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার