ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাবি রেজিস্ট্রারের বাড়িতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৩:১৯, ১ মে ২০২৫

রাবি রেজিস্ট্রারের বাড়িতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: জনকণ্ঠ

গতকাল  রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদের বাড়িতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'স্যারের বাড়িতে হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'হামলাকারীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'হামলাকারীর ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না' ইত্যাদি স্লোগান লিখিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন ।

এসময় শিক্ষার্থীরা ১২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে জনসম্মুখে মুখোশ উন্মোচন এবং ১২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে প্রশাসনকে পরবর্তী কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি মেহেদী সজিব বলেন, মাসউদ স্যার জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। রুয়া নির্বাচনে তিনি একজন প্রার্থী। রুয়া রাকসু নিয়ে যখনি আমরা জোর দাবি জানিয়ে আসছি তখনি এরকম একটা হামলার ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে একটি প্রশ্ন থেকেই যায় যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটুকু নিরাপদ। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ১২ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের চিহ্নিত করতে না পারলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

জড়িতদের জনসম্মুখে মুখোশ উন্মোচন করার দাবি জানিয়ে সাবেক সমন্বয়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, যতক্ষণ পর্যন্ত তদন্ত চলমান ততক্ষণ আমরা কোনো পক্ষকেই দোষারোপ করবো না। আমরা দেখতে চাই বিপ্লবের ৯ মাস পর প্রশাসন ঠিক কতটা সচল হয়েছে। মেইন গেইট, বিনোদপুর, কাজালায় ফাঁড়ি বসানো সত্ত্বেও কীভাবে সন্ত্রাসীরা ককটেল নিয়ে যায় তা আমার বোধগম্য না। একজন শিক্ষকের যদি নিরাপত্তা না থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে এবং জনসম্মুখে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। 

এসময় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজার  সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

লুবনা/রবিউল

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার