
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও সম্মান নিয়ে কাজ করবে এবং অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
শ্রমিকদের পারিশ্রমিক নিয়ে জামায়াতের আমির বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এত কম বেতন পান, যা দিয়ে তাদের দিন চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত। শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। একই সঙ্গে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমেরও শিকার। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই একে অপরের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে।
শিহাব