
ছবি: সংগৃহীত
বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের বর্বর হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক নজরুল ইসলাম। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রুটির দোকানে অবস্থানকালে ৮-৯ জন দুর্বৃত্ত তাকে টেনেহিঁচড়ে বাইরে এনে গাছের ডাল ও লোহার পাইপ দিয়ে নির্মমভাবে মারধর করে। হামলায় তার বাম হাত ভেঙে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নজরুল ইসলাম দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে মোটরসাইকেলযোগে নজরুল ইসলাম নন্দীগ্রামে ফেরার পথে ফিলিং স্টেশনের পশ্চিম পাশে একটি রুটির দোকানে বসেছিলেন। সেসময়ই দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে হামলা চালায় এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে অতীতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দুটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছিল। এ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে কাজ করায় আরও একাধিক মামলায় তার দেয়া হয়েছে বলে স্থানীয় কয়েকজন গনমাধ্যম কর্মী জানিয়েছেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. নুরুজ্জামান চৌধুরী বলেন, “ঘটনার তদন্ত চলছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীরা যেই হোক, আইনের আওতায় আনা হবে।”
শিহাব