ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রেমে ব্যর্থ হয়ে সাতক্ষীরায় গায়ে আগুন দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

প্রকাশিত: ২১:২৫, ১ মে ২০২৫

প্রেমে ব্যর্থ হয়ে সাতক্ষীরায় গায়ে আগুন দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১টার দিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অসুস্থ তুলিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সময় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মো. কামরুল সরদারের মেয়ে তুলি বাড়ির পাশের মসজিদের ইমাম ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমিনুর রহমানকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে ১৫দিন আগে ইমামতি ছেড়ে পালিয়ে যায় অবিবাহিত ইমাম আমিনুর।

স্থানীয় ইউপি সদস্য এজাহার আলী জানান, তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তুলি তাদের বাড়ির পাশের মসজিদের ইমামের কাছে প্রেমের প্রস্তাব দিয়েছিলো। একারণে ইমাম কাউকে কিছু না জানিয়ে ১৫ দিন পূর্বে পালিয়ে যায়। এরপর থেকে তুলি মানুষিক অসুস্থ হয়ে পড়ে এবং বৃহস্পতিবার সকালে মা অন্যের বাড়িতে কাজে এবং বাবা খুলনায় রিক্সা চালাতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এবং সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক বলেন, আমি শুনেছি স্থানীয় মসজিদের ইমামের সাথে তাঁর একতরফা প্রেম চলছিলো। মেয়েটা ভালোবাসলেও ওই ছেলেটি তাকে ভালোবাসেনি। যার কারণে সে পালিয়ে যায়। এ কারণে হয়তো মেয়েটি গাঁয়ে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে, তাঁর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে জ্বলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করার পর বিকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

এ ব্যপারে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, কি কারণে এ আত্মহত্যার এখনো জানতে পারিনি। বিষয়টি তদন্তপর্যায়ে আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমাম আমিনুর রহমানকে থানায় আনা হয়েছে। 

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার