
ছবি: জনকণ্ঠ
রাজশাহীর গোদাগাড়ীতে বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের উদ্যোগে মে দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, বিএনপি নেতা এসএম বাবুর নেতৃত্বে মোটর শ্রমিক ও অটো শ্রমিক ইউনিয়ন, জামায়াত নেতা কামরুজ্জামানের নেতৃত্বে নির্মাণ শ্রমিক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন, আলাদা আলাদা র্যালি ও আলোচনা সভা পরিচালনা করেন।
পয়লা মে (বৃহস্পতিবার) সকাল ১০ টায় প্রতিটি সংগঠনের আলাদা আলাদা র্যালি ও পথসভার আয়োজন করেন। প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ কৃষকদের অর্গানিক খাদ্য উৎপাদনের আহ্বান জানান।
তিনি বলেন, ভেজালমুক্ত খাবার জনস্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখে। কীটনাশক মুক্ত সবজি চাষ করুন।মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে খাদ্য। অতি মুনাফালোভী কৃষক, উৎপাদনকারী, মজুতকারী, পাইকারি ও খুচরা বিক্রেতা সেই খাদ্যে রাসায়নিক দ্রব্যাদি, ডিডিটি, কীটনাশক, কাপড়ের রং, ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন কোনো খাদ্যদ্রব্য নেই যাতে বিষ ও ভেজাল মিশানো হয় না। উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রত্যেকটি স্তরেই এর ছড়াছড়ি। সহজপ্রাপ্যতা, আইনি দুর্বলতা আর যথাযথ নজরদারির অভাবে এসব ঘটেই চলেছে, যাতে রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে।আমরা এখন কিছুই যেন নির্ভয়ে-নিশ্চিন্তে খেতে পারছি না। বাজার থেকে কিছু কিনতে গিয়ে থমকে দাঁড়াতে হয়, দ্রব্যটি নিরাপদ না বিষযুক্ত। এমনটা তো চলতে পারে না! তাই মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন রক্ষায় নিরাপদ খাদ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া দরকার। খাদ্যই যদি নিরাপদ না হয়ে বিষযুক্ত হয়, তবে আমরা ধীরে ধীরে পঙ্গু জাতিতে পরিণত হবে।