ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্যাটে-বলে অপ্রতিরোধ্য, দুর্বার মিরাজ

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০১:০০, ১ মে ২০২৫

ব্যাটে-বলে অপ্রতিরোধ্য, দুর্বার মিরাজ

টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করার পর বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশের সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ

সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে পড়ে চট্টগ্রাম টেস্টে নিজেদের দুরন্ত চেহারাটা দেখিয়েছে বাংলাদেশ দল। মাত্র ৩ দিনেই সফরকারী জিম্বাবুয়েকে কুপোকাত করেছে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে। এই জয়ে ২ টেস্টের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। এমন অবিস্মরণীয় জয়ে ব্যাটে-বলে অন্যতম ভূমিকা রেখেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ব্যাট হাতে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন তাই প্রথম ইনিংসে ৪৪৪ রান তোলে বাংলাদেশ। পরে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস ১১১ রানে গুটিয়ে দিয়েছেন মিরাজ ৫ উইকেট শিকার করে। তাই ম্যাচ সেরা হয়েছেন এবং দুই টেস্টে ১৫ উইকেট নিয়ে ও ১১৬ রান করে হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। বুধবার সাগরিকার এই মাঠ তাকে দু’হাত উজাড় করে দিয়েছে।

সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে তৃতীয় বাংলাদেশী হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। আর চট্টগ্রামে ২ হাজার রান পেরিয়ে গেছেন। টেস্ট ইতিহাসে ২৬তম ও বাংলাদেশে সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছেন তিনি। 
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই বেশ ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন সকালেই জিম্বাবুয়ের প্রথম ইনিংস ২২৭ রানে গুটিয়ে যায়। ৬ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তার জাদু দেখান। দ্বিতীয় দিনশেষে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে শেষ করে বাংলাদেশ। তখনো মিরাজ লাইম-লাইটে নেই। ১৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

তৃতীয় দিনের সব আলো নিজের ওপর নিয়েছেন ডানহাতি এ অলরাউন্ডার। অষ্টম উইকেটে তাইজুলের সঙ্গে ৬৩ এবং নবম উইকেটে তানজিম হাসান সাকিবের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন মিরাজ। এতে বাংলাদেশের লিড ২০০ পেরিয়ে যায়। মিরাজ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান। তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে এই সাগরিকার মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান। সেবার ১০৩ রান করেছিলেন।

৪ বছর ২ মাসেরও বেশি সময় পর এবার আরেকটি সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিয়ারসেরা ইনিংস উপহার দিয়েছেন। ১৬২ বলে ১১ চার, ১ ছক্কায় ১০৪ রান করেন তিনি। তানজিম অভিষেকেই ৮০ বলে ২ চার, ১ ছক্কায় ৪১ রান করেন। ১০ নম্বর পজিশনে এটি বাংলাদেশের পক্ষে অভিষেকে দ্বিতীয় সেরা ইনিংস। মিরাজ এই টেস্ট খেলতে নামেন ১৯৬৪ রান নিয়ে। সিলেট টেস্টে উভয় ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয় বোলার হিসেবে ২০০ উইকেট ছুঁয়েছিলেন। অপেক্ষা ছিল বিরল এক ডবলের। এদিন সেঞ্চুরি করার পথে সেই কীর্তি গড়েছেন তিনি। 
টেস্ট ইতিহাসে বিশে^র ২৬তম ক্রিকেটার হিসেবে মিরাজ ২০০ উইকেট ও ২০০০ রানের মালিক হয়েছেন। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ক্রিকেটার তিনি। সাকিব প্রথম বাংলাদেশী হিসেবে ওই কীর্তি গড়েন। তবে একটি ক্ষেত্রে সাকিবের চেয়ে এগিয়ে মিরাজ। সাকিব ২০০ উইকেট ও ২০০০ রানের মাইলফলক অর্জন করেন ক্যারিয়ারের ৫৪তম টেস্টে। আর মিরাজ ৫৩ টেস্টেই তা অর্জন করেছেন। সাদমান ইসলাম আগের দিনই ১২০ রান করে সাজঘরে ফিরেছিলেন।

তারপর ৭ নম্বর পজিশনে নেমে মিরাজের সেঞ্চুরিতে ভর দিয়ে বাংলাদেশ প্রথম ইনিংস শেষ করে ৪৪৪ রানে। জিম্বাবুয়ের অভিষেক হওয়া লেগস্পিনার ভিনসেন্ট মাসাকেসা ৩১.২ ওভারে ১১৫ রান দিয়ে ৫ উইকেট নেন। অভিষেকে জিম্বাবুয়ের তৃতীয় বোলার এবং প্রথম লেগস্পিনার হিসেবে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। তবে প্রথম ইনিংসে তাইজুলের ৬ ও জিম্বাবুয়ের মাসাকেসার কীর্তিতে ম্লান করে দেন মিরাজ।

সেঞ্চুরি হাঁকিয়ে এমনিতেও সব আলো নিজের ওপরে নিয়েছেন। ২১৭ রানের লিড পায় বাংলাদেশ। পরে বল হাতেও ঘূর্ণি ছোবল হেনেছেন মিরাজ। তার ও তাইজুলের বাঁহাতি স্পিনে দিশেহারা হয়েছে সফরকারী ব্যাটাররা। 
তাইজুল নিয়েছেন ৩ উইকেট। আর মিরাজ ৫টি। বাংলাদেশের বিশাল লিড আর এ দুই স্পিনারের ঘূর্ণি চাপে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস থেমেছে মাত্র ১১১ রানে। ওপেনার বেন কারান ১০৩ বলে ৫ চারে সর্বোচ্চ ৪৬ রান করেন। ক্যারিয়ারে ১৩তম বার ইনিংসে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন অফস্পিনার মিরাজ। একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট শিকার করা তৃতীয় বাংলাদেশী মিরাজ।

তার আগে সাকিব ২ বার ও সোহাগ গাজী একই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন ইনিংসে। ফলে ইনিংস ও ১০৬ রানের বড় জয় পায় বাংলাদেশ। টেস্টে এটি বাংলাদেশের ২৩তম জয়। তবে ইনিংস ব্যবধানে জয় মাত্র তৃতীয়বার। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১৮৪ রানে এবং একই ভেন্যুতে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানে জিতেছিল বাংলাদেশ। এই জয়ে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ ১-১ সমতায় ড্র করতে সক্ষম হয়েছে টাইগাররা।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার