
ছবি: জনকণ্ঠ
শিক্ষার্থীদের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের দায়ের করা সাধারণ ডায়েরির প্রতিবাদসহ চার দফা দাবি আদায়ে কফিন মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোর থেকে মুখে কালো কাপড় বেঁধে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে ‘মৃত প্রশাসন’ লেখা কফিন কাঁধে নিয়ে মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধরা ববি’র প্রধান গেটের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে প্রতীকী গায়েবানা জানাজা করেন। পরে মিছিলসহকারে প্রক্টর অফিসে তালা লাগিয়ে তা সিলগালা করেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে ববি’র উপাচার্য ড. শুচিতা শরমিনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এম.কে.