
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, তালাক বা ডিভোর্স কার্যকর হওয়ার জন্য নির্ধারিত একটি সময়সীমা রয়েছে। ১৯৬১ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইনের ধারা অনুযায়ী, তালাকপ্রদানকারী স্বামীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌর মেয়রকে লিখিতভাবে তালাকের নোটিশ দিতে হয়। নোটিশ প্রদানের পর ৯০ দিন পর্যন্ত তালাক কার্যকর হয় না। এ সময়টিকে বলে ইদ্দত বা প্রতীক্ষা কাল।
এই ৯০ দিনের মধ্যে, তালাকের সিদ্ধান্ত প্রত্যাহার করা যেতে পারে, বা উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সংসার টিকিয়ে রাখা সম্ভব হয়। ডিভোর্স নোটিশ দেওয়ার পর ৯০ দিনের মধ্যে দ্বিতীয় বিয়ে করলে সেটা আইনগতভাবে বৈধ নয়। কারণ তখনও প্রথম বিবাহ আইনিভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। এটি বহুবিবাহ ও অবৈধ বিবাহ হিসেবে গণ্য হতে পারে।
ডিভোর্সের নোটিশ দেওয়ার ৯০ দিন পূর্ণ হওয়ার আগে দ্বিতীয় বিয়ে করা আইনত অবৈধ। এই সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, নতুবা তা আইনি জটিলতার সম্মুখীন হতে পারে।
সূত্রঃ https://www.facebook.com/reel/790859732686881
আরশি