ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জার্মানির রাস্তায় ভক্তের মুখোমুখি শাহরুখ, নায়কের নম্রতায় আনন্দে কেঁদে ফেললেন তরুণী

প্রকাশিত: ০৯:৪২, ১ মে ২০২৫; আপডেট: ০৯:৪২, ১ মে ২০২৫

জার্মানির রাস্তায় ভক্তের মুখোমুখি শাহরুখ, নায়কের নম্রতায় আনন্দে কেঁদে ফেললেন তরুণী

ছবিঃ সংগৃহীত

বলিউডের কিং খান শাহরুখ খান আবারও প্রমাণ করলেন কেন তিনি শুধু একজন সুপারস্টার নন, বরং ভক্তদের হৃদয়ের বাদশাও। সম্প্রতি জার্মানির এক রাস্তায় হঠাৎ এক তরুণী ভক্তের মুখোমুখি হন শাহরুখ। ছবি তুলতে মানা করলেও যা করলেন, তা ভক্তের চোখে আনন্দের অশ্রু এনে দেয়।

ঘটনাটি ঘটে এক হোটেলের সামনে, যেখানে শাহরুখ অবস্থান করছিলেন। ভক্ত আসমা জানায়, প্রথমে তিনি শাহরুখের দেহরক্ষীকে চিনে ফেলেন এবং উত্তেজনায় বন্ধুদের বলেন, এটাই শাহরুখ! নিরাপত্তাকর্মীরা ছবি না তোলার অনুরোধ করেন, তবে আসমা সাহস করে শাহরুখকে জড়িয়ে ধরার অনুরোধ করেন। শাহরুখও বিনয়ের সঙ্গে সম্মতি দেন, এবং তাকে ও তার বন্ধুদের জড়িয়ে ধরেন।

আসমা জানান, তিনি কান্নায় ভেঙে পড়লে শাহরুখ তাঁর মাথায় স্নেহের স্পর্শ রেখে বলেন, God bless you। এরপর তিনি জানতে চান তারা কোথা থেকে এসেছে, তারপর ধীরে ধীরে চলে যান। পুরো মুহূর্তটি ভিডিওতে ধারণ হয় এবং দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ভক্তরা শাহরুখের নম্রতা ও মানবিকতার প্রশংসা করেন। এক ভক্ত লেখেন, আমি নিজেও এমন একটি অভিজ্ঞতা চাই। আরেকজন বলেন, প্রতিটি SRK ফ্যান তার আনন্দ অনুভব করতে পারছে।

পরে সেখানে আরও ভক্ত হোটেলের সামনে জড়ো হন এবং শাহরুখ অনেককে সময় দেন। তিনি অটোগ্রাফ দেন, কারো টি-শার্টের পেছনে স্বাক্ষর করেন এবং যদিও শুরুতে ছবি তুলতে মানা করেছিলেন, শেষ পর্যন্ত অনেকের সঙ্গে ছবি তুলতেও রাজি হন।

সর্বশেষ শাহরুখকে ‘ডুনকি’ ছবিতে দেখা গেছে, যা বক্স অফিসে সফল হয়েছে। সামনে তিনি ‘King’ ছবিতে অভিনয় করবেন, যেখানে তার মেয়ে সুহানা খান ও অভিষেক বচ্চনও থাকবেন। এছাড়াও তিনি ২০২৫ সালের মেট গালা-তে প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে লাল গালিচায় হাঁটবেন, ডিজাইনার সাব্যসাচীর সঙ্গে।

শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও শাহরুখ খান বারবার প্রমাণ করে দিচ্ছেন কেন কোটি ভক্ত তাকে ভালোবাসেন। জার্মানির এই ঘটনা শুধুই একটি উদাহরণতার মানবিকতা আর নম্রতা আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।

সূত্রঃ দ্য ইকোনোমিক টাইমস

আরশি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার