ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পিতা সন্তানকে সম্পত্তি না দিলে কি সন্তান আইনি ব্যবস্থা নিতে পারে?

প্রকাশিত: ১৩:১১, ১ মে ২০২৫

পিতা সন্তানকে সম্পত্তি না দিলে কি সন্তান আইনি ব্যবস্থা নিতে পারে?

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, সম্পত্তির উত্তরাধিকার (Inheritance) মূলত ইসলামি শরিয়ত (মুসলমানদের জন্য), হিন্দু উত্তরাধিকার আইন (হিন্দুদের জন্য), ও অন্যান্য সম্প্রদায়ের নিজস্ব আইন অনুযায়ী নির্ধারিত হয়।

পিতা জীবিত থাকা অবস্থায় তাঁর সম্পত্তির উপর পূর্ণ অধিকার রাখেন। তিনি চাইলে কাউকে কিছু দিতে বা কাউকে কিছু না দিতে পারেন। সন্তানদের এই নিয়ে জীবিত পিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার নেই, যদি না কোনো প্রতারণা বা প্রতিহিংসামূলক কাজ প্রমাণ করা যায়।

তবে পিতা মারা গেলে উত্তরাধিকার আইনের কার্যকারিতা শুরু হয়। পিতা মৃত্যুবরণ করলে, তখন তাঁর রেখে যাওয়া স্থাবর ও অস্থাবর সম্পত্তি তাঁর স্ত্রী, সন্তান ও অন্যান্য উত্তরাধিকারীদের মধ্যে আইন অনুযায়ী ভাগ হয়। মুসলিম আইন অনুযায়ী, ছেলে ও মেয়ে উভয়েই উত্তরাধিকার পায়, যদিও ছেলেরা মেয়েদের দ্বিগুণ অংশ পায়।

তবে পিতা চাইলে জীবদ্দশায় উইল করে যেতে পারেন, তবে ইসলামী আইন অনুযায়ী সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি উইলের মাধ্যমে কাউকে দেওয়া যাবে না, উত্তরাধিকারীরা সম্মত না হলে। হিন্দু উত্তরাধিকার আইনে উইলের মাধ্যমে পিতা সম্পূর্ণ সম্পত্তিও কাউকে দিয়ে যেতে পারেন।

যদি তিনি মৃত্যুর আগেই সব সম্পত্তি অন্য কাউকে দিয়ে দেন (উপহার বা উইল), এবং সন্তান প্রমাণ করতে পারে যে এটা ষড়যন্ত্রমূলক বা প্রতারণামূলক, তাহলে সন্তান আইনি প্রতিকার চাইতে পারে। তবে শুধুমাত্র বঞ্চিত হওয়ার অভিযোগে আদালত সাধারণত হস্তক্ষেপ করে না, যদি না আইন লঙ্ঘিত হয়।

সূত্রঃ https://www.facebook.com/reel/1308464770373896

আরশি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার