
ছবিঃ সংগৃহীত
বিদেশ ভ্রমণ অনেকের জন্য প্রয়োজন কিংবা স্বপ্ন হলেও কিছু আইনি পরিস্থিতিতে সেটা বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে কোনো ব্যক্তি যদি একটি ফৌজদারি মামলার আসামি হন বা আদালতের অধীনে বিচারাধীন থাকেন, তবে আদালতের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে গেলে তা আইনত অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
বাংলাদেশের প্রচলিত আইনে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো ব্যক্তির বিদেশ যাত্রা নিষিদ্ধ বা স্থগিত হতে পারে। যদি কারও বিরুদ্ধে দণ্ডবিধি অনুযায়ী গুরুতর অভিযোগে মামলা চলমান থাকে, তবে আদালত বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট জব্দ বা ইমিগ্রেশনে ‘অ্যালার্ট’ জারি করতে পারে।
অথবা যদি কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকে, তবে ইমিগ্রেশন অফিসার তাকে বিমানবন্দরে আটক করতে পারে এবং বিদেশ যাত্রা বন্ধ হয়ে যাবে। এছাড়া হাইকোর্ট কোনো ব্যক্তির বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে যদি মনে করে, ওই ব্যক্তি দেশের বাইরে গেলে বিচার কার্য ব্যাহত হতে পারে। এক্ষেত্রে জামিন নিতে বিদেশ যাওয়ার পরিকল্পনা করতে হবে।
অন্যদিকে কোনো ব্যক্তির নামে যদি জমি- জমা বা পদ সম্পর্কিত সিভিল মামলা থাকে তাহলে তার বিদেশ যাত্রায় কোনো সমস্যা নেই।
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1090203862741286
আরশি