ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

তফসিল ঘোষণা, দীর্ঘ ৩২ বছর পর ৩১ জুলাই জাকসু নির্বাচন

জাবি সংবাদদাতা

প্রকাশিত: ০২:৫৮, ১ মে ২০২৫; আপডেট: ০৩:০০, ১ মে ২০২৫

তফসিল ঘোষণা, দীর্ঘ ৩২ বছর পর ৩১ জুলাই জাকসু নির্বাচন

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতিক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন জানায়, খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি ১২ মে প্রকাশিত হবে। ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি সম্পর্কে আপত্তি গ্রহণ শেষে ৩০ জুন চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। আগামী ১ জুলাই থেকে ৩ জুলাইয়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমাদান শেষে ৯ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

পরবর্তীতে ১১ জুলাই প্রার্থীর বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ও ১৩ জুলাই আপিলের রায় প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ৩১ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

হল সংসদ নির্বাচনের নীতিমালা সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, হল সংসদের বিষয়ে প্রাধ্যক্ষের সাথে সমন্বয় করে নীতিমালা প্রণয়ন করা হবে।

নিরাপত্তা প্রশ্নে নির্বাচন কমিশনের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, নির্বাচনের আগে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং নির্বাচনকালীন কঠোরভাবে বহিরাগত নিয়ন্ত্রণ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে এবং প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালের পর দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে।

ওয়াজহাতুল ওয়াস্তি/রাকিব

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার