
ছবিঃ সংগৃহীত
অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা অভিনয়ে অনিয়মিত বলা যায়। তার অভিনীত একাধিক চলচ্চিত্রের শুটিং আটকে আছে বলেও জানা যায়। সম্প্রতি জানা যায়, তিনি ফিরছেন পর্দায়। তবে নতুন কোনো চলচ্চিত্রে নয়। মাছরাঙা টেলিভিশনের রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’-এর বিচারকের আসনে বসছেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের পর্দায়ই এর প্রচার শুরু হওয়ার পরেই তাকে আবারও পর্দায় দেখা গেছে।
অনুষ্ঠানটি শুরু হয়েছে কয়েক মাস আগে। তবে পূর্ণিমা এসেছেন স্টুডিও রাউন্ড থেকে। দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন এই গুণী অভিনেত্রী।
এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘এর আগেও বিচারকের দায়িত্ব পালন করেছি। রান্না অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন উপভোগ করছি। এখানে রন্ধনশিল্পীরা শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান রন্ধনশিল্পীরা বের হবেন।’
অভিনয়ে নিয়মিত না থাকলেও শোবিজে পূর্ণিমার উপস্থিতি বরাবরই নজরকাড়া। পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা যায় তাকে। তিনি কিছু ওয়েব কনটেন্টে অভিনয়ও করেছেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিচ্ছেন তিনি।
আরশি