
ছবিঃ সংগৃহীত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র, আদলফ হিটলারের মৃত্যু নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্বের মুখে নতুন তথ্য সামনে এসেছে। সিআইএর সাবেক এজেন্ট বব বেয়ার সম্প্রতি দাবি করেছেন, হিটলার আত্মহত্যা করেননি, বরং তিনি আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন।
১৯৪৫ সালের ৩০ এপ্রিল, যখন হিটলারের পতন নিশ্চিত ছিল, তখন তিনি বার্লিনের একটি সুরক্ষিত বাংকারে আত্মহত্যা করেছিলেন বলে দাবি করা হয়। তার মৃতদেহ পরে সোভিয়েত ইউনিয়নের হাতে পড়ে, এবং সেখানেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তবে হিটলারের মৃত্যু নিয়ে বহু বছর ধরে ষড়যন্ত্র তত্ত্ব চলেছে, এবং সর্বাধিক প্রচলিত ধারণাটি হলো— হিটলার আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন।
বব বেয়ারের দাবি, সে সময় আমেরিকান গোয়েন্দারা ১০ বছর ধরে দক্ষিণ আমেরিকায় গোপন অভিযান চালিয়েছিলেন হিটলারের খোঁজে, যা এই মৃত্যুর রহস্যকে আরও জটিল করেছে। সম্প্রতি প্রকাশিত এক সিআইএ নথিতে এই অভিযানটির কথা বলা হয়েছে। তিনি বলেন, "আর্জেন্টিনায় আশ্রয় নেওয়া নাসি সদস্যদের গোপন নথি প্রকাশ পেলে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।"
এই তথ্য নতুন করে আলোচনায় আসছে, কারণ ১৯৪৫ সালের পর আর্জেন্টিনায় হাজার হাজার নাসি সদস্য আশ্রয় নিয়েছিলেন এবং তারা সেখানে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন।
আর্জেন্টিনীয় সরকার সম্প্রতি এই নাসি সদস্যদের গোপন নথি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে, এবং অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই নথিগুলো প্রকাশিত হলে হিটলারের মৃত্যু এবং তার পরবর্তী জীবন নিয়ে নতুন ইতিহাস লিখতে হতে পারে।
বব বেয়ারের মতে, এই নতুন নথিগুলি হিটলারের পালিয়ে যাওয়ার পক্ষে শক্তিশালী প্রমাণ সরবরাহ করবে।
মারিয়া