ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা

প্রকাশিত: ১৪:০৬, ১ মে ২০২৫

এক ভূখণ্ড, দুই রাষ্ট্র, অগণিত কান্নার উপত্যকা

ছবি: সংগৃহীত

একটি উপত্যকা, যেখানে একদিন পাহাড়ের কোল ছুঁয়ে ছুটে যেত মুক্তোর মতো নদী। শিশির ভেজা ঘাসে ভোরের আলো ঝিকমিক করত, বাতাসে ভেসে বেড়াত বসন্তের গান। সেই কাশ্মীর আজ আতঙ্কের কুয়াশায় ঢাকা, নদীর জলে লেগে আছে রক্তের ছাপ, স্বপ্নগুলো ছিন্নভিন্ন বুলেটের শব্দে। কাশ্মীর এখন আর কেবল একটি ভূখণ্ড নয়—এ এক হারিয়ে যাওয়া সময়, যাকে ছিন্ন করেছে ইতিহাসের নির্মম কলম।

১৯৪৭। উপমহাদেশের বিভাজনের বছর। জন্ম নিল ভারত ও পাকিস্তান। জন্ম নিল বিভেদের, রক্তের, কান্নার আরেক অধ্যায়—কাশ্মীর সংকট। স্বাধীন একটি রাজ্য, যার শাসক হরিসিংহ হিন্দু, কিন্তু ৭৫ শতাংশ জনগণ মুসলিম। তিনি চেয়েছিলেন স্বাধীনতা, কারো সঙ্গে না জড়িয়ে। কিন্তু ইতিহাস কি কাউকে ছাড়ে?

অক্টোবরেই পাকিস্তান-সমর্থিত উপজাতীয়রা আক্রমণ চালায় কাশ্মীরে। বারামুল্লা শহরে প্রথম রক্ত ঝরে। শ্রীনগর পড়ে যায় অরক্ষিত অবস্থায়। ভারতীয় সেনা সহায়তার শর্ত রাখে—কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত হতে হবে। ২৬ অক্টোবর, মহারাজা হরিসিংহ সেই চুক্তিতে স্বাক্ষর করেন। পরদিন ভারতীয় সেনা নামে কাশ্মীরে। শুরু হয় যুদ্ধ, শুরু হয় বাস্তুচ্যুতি, শুরু হয় এক জাতির দীর্ঘ শোকযাত্রা।

১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, সৃষ্টি হয় ‘লাইন অফ কন্ট্রোল’। প্রতিশ্রুত গণভোট? হারিয়ে যায় রাজনৈতিক ছলনায়। কাশ্মীর বিভক্ত হয়, কিন্তু হৃদয়গুলো? চিরকাল দ্বিখণ্ডিত থেকে যায়।

চীন এসে পড়ে তৃতীয় পক্ষ হিসেবে। লাদাখের অংশ আকসাই চীন দখল করে। পাকিস্তান ১৯৬৩ সালে সাক্সগাম উপত্যকা দিয়ে দেয় চীনকে। ১৯৬৫-তে আবার যুদ্ধ, অপারেশন জিব্রালটার, আবার মৃত্যু, আবার চুক্তি—তাসখন্দ।

কাশ্মীরীদের কিছু স্বস্তি এসেছিল ৩৭০ অনুচ্ছেদে। নিজস্ব আইন, নিজস্ব পরিচয়—অন্তত ছিল একটুখানি স্বপ্ন। ২০১৯ সালে সেই স্বপ্নও ভেঙে যায়। ৩৭০ অনুচ্ছেদ বাতিল হয়। রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কাশ্মীরকে ভাগ করা হয় দুই কেন্দ্রশাসিত অঞ্চলে। পুরো উপত্যকা নিমজ্জিত হয় নিঃশব্দ শোকে—নেট নেই, ফোন নেই, কণ্ঠ নেই।

সাত দশকের বেশি সময় কেটে গেছে। প্রশ্নগুলো আজও মীমাংসিত নয়। বরং প্রতিটি বছর, প্রতিটি সংঘর্ষ, প্রতিটি হারানো জীবন কাশ্মীরকে করে তুলেছে এক গা ছমছমে শোকস্মারক। এই উপত্যকা এখন আর কেবল ভূগোল নয়, এটা এক জীবন্ত স্মৃতি—যেখানে প্রতিটি পাথর, প্রতিটি নদী বয়ে নিয়ে চলে রক্ত, কান্না আর প্রশ্নের স্রোত।

কাশ্মীর এক নিশ্চুপ নদী—যার জলে ভাসে হারিয়ে যাওয়া সম্ভাবনার আর্তনাদ।

ফারুক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার