ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টানা সপ্তম দিনের মতো সীমান্তে গোলাগুলি, ভারত-পাকিস্তান উত্তেজনা অব্যাহত

প্রকাশিত: ১১:৪০, ১ মে ২০২৫; আপডেট: ১১:৪৬, ১ মে ২০২৫

টানা সপ্তম দিনের মতো সীমান্তে গোলাগুলি, ভারত-পাকিস্তান উত্তেজনা অব্যাহত

ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা সপ্তম রাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে কুপওয়ারা, উরি ও আখনূর সেক্টরে এই গোলাগুলি হয়। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা হালকা অস্ত্র দিয়ে গুলি চালায় এবং ভারত তার যোগ্য জবাব দেয়। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

এই ঘটনার পেছনে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি ভূমিকা রেখেছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) সম্প্রতি আলোচনায় বসেন। ভারতীয় পক্ষ পাকিস্তানকে বিনা উসকানিতে গুলি চালানো থেকে বিরত থাকতে কড়া সতর্কবার্তা দিয়েছে।

বর্তমান সংঘাত ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে। দুই দেশ ২০২১ সালে এই ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল।

এদিকে আন্তর্জাতিক মহল থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছেন এবং নয়াদিল্লির সন্ত্রাসবিরোধী পদক্ষেপে ওয়াশিংটনের সমর্থনের আশ্বাস দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলে জানিয়েছেন।

 

 

অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কূটনৈতিক প্রচেষ্টায় সক্রিয় হয়েছেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। এই সময়ে তিনি ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানান। প্রয়োজনে ‘সৌহার্দপূর্ণ মধ্যস্থতা’র প্রস্তাবও দেন তিনি।

 

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপকালে ভারতের প্রতি দায়িত্বশীল আচরণ এবং সংযম প্রদর্শনের আহ্বান জানানোর অনুরোধ করেন। একইসঙ্গে ভারতের একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন এবং বলেন, সিন্ধুর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করাকে পাকিস্তান কোনোভাবেই মেনে নেবে না।

আঁখি

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার