
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক জগতে বাস করি যেখানে যুদ্ধের হুমকি প্রতিনিয়ত ঘিরে থাকে। তাই কোনো ধরনের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমি যুদ্ধবিরোধী মানুষ, যুদ্ধকে কখনো সমর্থন করি না। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় যুদ্ধের সম্ভাবনাকে উপেক্ষা করা যায় না। যুদ্ধের প্রস্তুতি না রাখলে তা আমাদের জন্য মারাত্মক হতে পারে। আধা-আধিভাবে প্রস্তুত থাকাও যথেষ্ট নয়।”
তিনি জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি আধুনিক ও যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা অর্জন ও দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়িয়ে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে বিমান বাহিনী।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “বিমান বাহিনী আজ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহে সহায়তা অব্যাহত রয়েছে। বাহিনীর পেশাগত ও কারিগরি দক্ষতা বজায় রাখতে হবে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে।”
অর্থনীতির বর্তমান দুর্বল অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটে অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে জনগণের মাঝে আত্মবিশ্বাস ও সাহস ফিরে আসে।”
---
আঁখি