ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এই প্রজন্মের তরুণেরা সহজেই জনপ্রিয়তা পেতে চায়: ভূপতি ভুষণ বর্মা

মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম

প্রকাশিত: ১২:২১, ১ মে ২০২৫

এই প্রজন্মের তরুণেরা সহজেই জনপ্রিয়তা পেতে চায়: ভূপতি ভুষণ বর্মা

শৈশব থেকেই ভাওয়াইয়া গানের প্রতি গভীর ভালোবাসা ছিল ভূপতি ভুষণ বর্মার। ভাওয়াইয়া সংগীতে রয়েছে তাঁর অসামান্য অবদান। এই শিল্পীর আরেক পরিচয়—‘ভাওয়াইয়া ভাস্কর’। ভারতের পশ্চিমবঙ্গেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। শুধুমাত্র সংগীত নয়, তিনি একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলতেও কাজ করে যাচ্ছেন।

ভূপতি ভুষণ বর্মার জন্ম ১৯৫৮ সালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুরাবুরী ইউনিয়নের আঠারো পাইকা গ্রামে, একটি মধ্যবিত্ত পরিবারে। তাঁর বাবা নরেন্দ্রনাথ বর্মা ছিলেন একজন স্কুল শিক্ষক ও সংগীতপ্রেমী। মা কামাখ্যাময়ী ছিলেন একজন আদর্শ গৃহিণী। সাত ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়।

কলের গান শুনে বড় হওয়া ছোট্ট ভূপতির সংগীতের প্রতি আগ্রহ গড়ে ওঠে আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া শুনে। সপ্তম শ্রেণিতে পড়ার সময় স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাওয়াইয়া গান গেয়ে তিনি সবার মন জয় করেন। তখন তাঁর বাবা একটি হারমোনিয়াম কিনে দেন। সুবেন্দ্রনাথ বর্মন নামে এক যাত্রাদলের মাস্টার তাঁকে হারমোনিয়াম শেখান।

অষ্টম শ্রেণিতে পড়ার সময় তিনি স্থানীয় রামলীলা দলের প্রধান হন এবং বিভিন্ন স্থানে কীর্তন পরিবেশন করে পুরস্কার হিসেবে পেতেন ৫-৬ শত টাকা।

ভূপতি ভুষণ বর্মা ১৯৭৫ সালে বকশীগঞ্জ রাজীবিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৭ সালে উলিপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮১ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে বিএ পাস করেন।

এরপর ১৯৮২ সালে তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন এবং ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। একই বছরে তিনি ভাওয়াইয়া শিল্পী হিসেবে রংপুর বেতারে তালিকাভুক্ত হন এবং বর্তমানে ‘বিশেষ গ্রেডের’ শিল্পী হিসেবে গান গেয়ে চলেছেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন এবং বর্তমানে তিনি ‘ক’ শ্রেণির ভাওয়াইয়া শিল্পী। তাঁর গাওয়া গানের সংখ্যা ৫ শতাধিক।

ভাওয়াইয়া গানের প্রচার, গবেষণা এবং এর ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে তিনি কুড়িগ্রামের দুর্গাপুরে প্রতিষ্ঠা করেন ‘ভাওয়াইয়া একাডেমি’। ৭৫ জন শিল্পী নিয়ে যাত্রা শুরু করা এই একাডেমির জন্য আলহাজ্ব গোলাপ মিয়া ৫ শতাংশ জমি দান করেন। এখানে বিনামূল্যে সংগীত শিক্ষা দেওয়া হয়।

শিল্পী ভূপতি ভুষণ বর্মা বলেন, “এখনকার ছেলেমেয়েরা আগের মতো গান শিখতে চায় না। শিক্ষকরাই সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাদের নিরুৎসাহিত করেন। সবসময় শুধু ভালো রেজাল্ট আর পেশাগত সাফল্যের পেছনে ছোটায়। শিশুদের স্বাধীনতা নেই, তারা যন্ত্র হয়ে যাচ্ছে। কোচিং সেন্টারগুলোও তাদের সৃজনশীলতাকে ধ্বংস করছে।”

তিনি আরও বলেন, “এই প্রজন্ম গান করতে চায়, কিন্তু দোতারা, ঢোল, সারিন্দা, মন্দিরার মতো দেশীয় বাদ্যযন্ত্রের প্রতি তাদের আগ্রহ নেই। কেবল কিবোর্ড আর প্যাড দিয়েই তারা সংগীত করতে চায়। লোকসংগীতের মৌলিক রূপ এতে নষ্ট হচ্ছে।”

তাঁর মতে, “গান সৃষ্টি মানে একটা দর্শনের বিকাশ। যিনি গান সৃষ্টি করেন, তিনি সেই সুর, তাল ও কথা নিয়ে গভীর চিন্তা করেন। তাই সেই গানে পরিবর্তন আনা হলে সতর্ক থাকা দরকার।”

“আমরা যারা গান করছি, তাদের অনেকেই নিজের লক্ষ্য হারিয়ে ফেলি। অনেক সময় ব্যবসায়ী হয়ে যাই। আসলে ব্যবসায়ী হলে হবে না, সাধক হতে হবে,”—বলেছেন এই শিল্পী।

আব্বাস উদ্দিন, কছিম উদ্দিন, রথীন্দ্রনাথ রায়, হরলাল রায়, মহেশ চন্দ্র রায়, নাদিরা বেগম, মোস্তফা জামান আব্বাসীর মতো শিল্পীদের তিনি ভাওয়াইয়ার প্রাণপুরুষ বলে মনে করেন।

তাঁর উল্লেখযোগ্য গানের ক্যাসেটগুলো হলো ফেরিওয়ালা, মনে জানে মনের কথা, পাপের কথা বাপে কয়, ঢালুয়া খোপা, ইত্যাদি। প্রিয় গানগুলোর মধ্যে রয়েছে: কেমন কেমন আছেন ফুল মিয়া, বিয়াও পাগলা দেওরা।

দেশ-বিদেশে ভাওয়াইয়া গানের জন্য পেয়েছেন ৩৫টিরও বেশি পদক ও সম্মাননা। এর মধ্যে রয়েছে—

  • আব্বাসউদ্দীন পদক (ভাওয়াইয়া একাডেমি, রংপুর)
  • মণীষি পঞ্চানন স্মৃতি পদক (পশ্চিমবঙ্গ)
  • গুণী শিল্পী সম্মাননা (কুড়িগ্রাম ‘প্রচ্ছদ’)
  • রংপুর ক্ষত্রিয় সমিতির শতবর্ষ সম্মাননা
  • মমতাজ আলী খান একাডেমি পদক,
  • বাংলাদেশ লোকসংগীত পরিষদ,
  • সলিডারিটি কুড়িগ্রাম পদক।

২০১৯ সালে প্রকাশিত হয় তাঁর সংবর্ধনাগ্রন্থ ‘নিদান কালের বান্ধব’, যা ভাওয়াইয়া গান ও তাঁর জীবনকর্ম নিয়ে লেখা একটি মূল্যবান দলিল। এটি সম্পাদনা করেন লোকসংস্কৃতি গবেষক ড. এরশাদুল হক।

তিনি ভারতের পশ্চিমবঙ্গে অন্তত ৩০ বার গেছেন, ছয়বার ভাওয়াইয়া প্রতিযোগিতায় বিচারক হয়েছেন।
২০১৭ সালে তিনি গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ায়।

ভারতের কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ‘Introduction to Indigenous Instruments Related to Bhawaiya’ নামক কোর্সে তাঁর জীবনী পড়ানো হয়—যা একজন শিল্পীর জন্য বড় সম্মান।

নুসরাত

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার