ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পাকিস্তানি বিমানের জন্য বন্ধ হলো ভারতের আকাশসীমা, র এর সাবেক প্রধানকে দিয়ে নিরাপত্তা উপদেষ্টা বোর্ড পুনর্গঠন ভারতের

প্রকাশিত: ০৭:৫০, ১ মে ২০২৫; আপডেট: ০৭:৫৩, ১ মে ২০২৫

পাকিস্তানি বিমানের জন্য বন্ধ হলো ভারতের আকাশসীমা, র এর সাবেক প্রধানকে দিয়ে নিরাপত্তা উপদেষ্টা বোর্ড পুনর্গঠন ভারতের

ছবিঃ সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানি উড়োজাহাজের জন্য আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। ভারত সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে, ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিন পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড (NSAB) পুনর্গঠন করেছেন। বোর্ডের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান অলোক জোশি। এ ছাড়া বিমান, নৌ ও স্থলবাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তারাও বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন। বোর্ডটি দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ প্রদান করবে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন প্রধানমন্ত্রী মোদি এবং নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অজিত দোভাল।

পেহেলগাম হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে বলেন, "সময় নষ্ট না করে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।"

অন্যদিকে, চলমান উত্তেজনার মধ্যে ভারতকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি ভারতকে বোঝানোর অনুরোধ জানান এবং দাবি করেন যে পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতকে উস্কানিমূলক আচরণ না করার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তিনি পেহেলগাম হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি পুনরায় উত্থাপন করেন।

এদিকে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের চারটি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি’র বরাতে 'ডন' জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাদের যুদ্ধবিমান ওড়ালে ভারতীয় বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়।

এই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও তীব্র হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা।

তথ্যসূত্রঃ https://youtu.be/DfebSMfrDI8?si=fpGfiYEOsDPt1VGK

মারিয়া

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার