
ছবিঃ সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানি উড়োজাহাজের জন্য আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। ভারত সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে, ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিন পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড (NSAB) পুনর্গঠন করেছেন। বোর্ডের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান অলোক জোশি। এ ছাড়া বিমান, নৌ ও স্থলবাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তারাও বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন। বোর্ডটি দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ প্রদান করবে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন প্রধানমন্ত্রী মোদি এবং নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অজিত দোভাল।
পেহেলগাম হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে বলেন, "সময় নষ্ট না করে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।"
অন্যদিকে, চলমান উত্তেজনার মধ্যে ভারতকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি ভারতকে বোঝানোর অনুরোধ জানান এবং দাবি করেন যে পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতকে উস্কানিমূলক আচরণ না করার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তিনি পেহেলগাম হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি পুনরায় উত্থাপন করেন।
এদিকে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের চারটি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি’র বরাতে 'ডন' জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাদের যুদ্ধবিমান ওড়ালে ভারতীয় বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়।
এই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও তীব্র হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা।
মারিয়া