
ছবি সংগৃহীত
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের জন্য একটি নতুন এডহক কমিটি অনুমোদন করেছে ঢাকা শিক্ষাবোর্ড। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক তাহমিনা আক্তার।
অধ্যাপক তাহমিনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ১৯৮৩-৮৪ সেশনে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে অনার্স এবং ১৯৮৬-৮৭ সেশনে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি চারটি প্রথম শ্রেণি নিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন এবং অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে অধ্যাপক তাহমিনা আক্তার বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, অ্যাকাডেমিক কাউন্সিল ও শিক্ষক সমিতিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন জার্নালে তার শতাধিক প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এই এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি হয়েছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: খলিলুর রহমান এবং অভিভাবক প্রতিনিধি হয়েছেন মো: শাকিল মোল্লা।
আশিক