ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার সাথে ভাইরাল সেই কনস্টেবলের পরিচয়, পেলেন পিপিএম পদক

প্রকাশিত: ০৮:০৯, ১ মে ২০২৫

প্রধান উপদেষ্টার সাথে ভাইরাল সেই কনস্টেবলের পরিচয়, পেলেন পিপিএম পদক

ছবি: সংগৃহীত

আন্দোলনকারীদের লাঠিপেটা না করে অভিনব কৌশলে ছত্রভঙ্গ করার ঘটনায় আলোচিত পুলিশ কনস্টেবল মো. রিয়াদ হোসেন এবার পেলেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’। পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম কনস্টেবল রিয়াদকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এ সময় রিয়াদ হোসেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ মহোদয় স্যার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ধন্যবাদ বাংলাদেশ পুলিশ এবং ধন্যবাদ আমার অভিভাবক আইজিপি স্যারকে।

গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএমর জন্য মনোনীত হিসেবে পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেনের নাম ঘোষণা করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত রিয়াদ আলোচনায় আসেন একটি অনন্য কৌশল প্রয়োগ করে। গত মাসে আন্দোলনের সময় সচিবালয়ের সামনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি লাঠিপেটা না করে কেবল ভয় দেখিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বেশ প্রশংসিত হয়।

পরবর্তীতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াদ বলেন, ‘আমি লাঠিপেটার ভান করেছিলাম, কিন্তু কাউকে আঘাত করিনি। বিদ্যুতের খুঁটিতে বাড়ি দিয়ে শুধু ভয় দেখিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করি।’

তিনি আরও জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর পুলিশের বিশেষ প্রশিক্ষণে অংশ নিয়ে এ ধরণের পরিস্থিতি মোকাবিলার কৌশল শিখেছেন, যা বাস্তবে প্রয়োগ করে সফল হয়েছেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=Icy4pJNXHrw

রাকিব

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার