
ছবি: সংগৃহীত
আন্দোলনকারীদের লাঠিপেটা না করে অভিনব কৌশলে ছত্রভঙ্গ করার ঘটনায় আলোচিত পুলিশ কনস্টেবল মো. রিয়াদ হোসেন এবার পেলেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’। পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম কনস্টেবল রিয়াদকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এ সময় রিয়াদ হোসেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ মহোদয় স্যার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ধন্যবাদ বাংলাদেশ পুলিশ এবং ধন্যবাদ আমার অভিভাবক আইজিপি স্যারকে।”
গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’র জন্য মনোনীত হিসেবে পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেনের নাম ঘোষণা করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত রিয়াদ আলোচনায় আসেন একটি অনন্য কৌশল প্রয়োগ করে। গত মাসে আন্দোলনের সময় সচিবালয়ের সামনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি লাঠিপেটা না করে কেবল ভয় দেখিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বেশ প্রশংসিত হয়।
পরবর্তীতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াদ বলেন, ‘আমি লাঠিপেটার ভান করেছিলাম, কিন্তু কাউকে আঘাত করিনি। বিদ্যুতের খুঁটিতে বাড়ি দিয়ে শুধু ভয় দেখিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করি।’
তিনি আরও জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর পুলিশের বিশেষ প্রশিক্ষণে অংশ নিয়ে এ ধরণের পরিস্থিতি মোকাবিলার কৌশল শিখেছেন, যা বাস্তবে প্রয়োগ করে সফল হয়েছেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=Icy4pJNXHrw
রাকিব