
ছবি: সংগৃহীত
টিউলিপ এখন মৌসুমের অন্যতম জনপ্রিয় ফুল। ঘরের জানালার ধারে একটি ফুলদানিতে রাখা টিউলিপ মুহূর্তেই স্থানটিকে করে তোলে প্রাণবন্ত। তবে সুপারমার্কেট থেকে টিউলিপ কিনে আনার পরও যদি আপনি চান এই ফুল দুই সপ্তাহ পর্যন্ত সতেজ থাকুক, তাহলে বিশেষ কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
ফুলপ্রেমী লুই বার্ক জানিয়েছেন, টিউলিপ দীর্ঘস্থায়ী করতে প্রথমেই নিশ্চিত হতে হবে ফুলগুলো যেন পুরোপুরি ফোটেনি বা তাদের জীবনের একেবারে শুরুতে রয়েছে। সুপারমার্কেটে ফুটে ওঠা সুন্দর ফুল দেখে তা না কিনে বরং বন্ধ অবস্থার ফুল বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
ফুল দীর্ঘস্থায়ী রাখতে করণীয়:
১. নিচের পাতাগুলো তুলে ফেলুন: ফুলের নিচে থাকা পাতাগুলো সরিয়ে ফেলতে হবে, কারণ এসব পাতা পানিতে পড়ে গেলে তা ব্যাকটেরিয়া তৈরি করে, ফলে ফুল একদিনেই নষ্ট হয়ে যেতে পারে।
২. একটি সূঁচ বা টুথপিক দিয়ে ফুলের নিচে ছোট ছিদ্র করুন: এতে স্টেমের ভেতর থেকে বাতাস বেরিয়ে যেতে পারবে এবং পানি শোষণের পথ খুলে যাবে। পাশাপাশি ফুলগুলো বেঁকে পড়া থেকেও রক্ষা পাবে।
৩. ছুরি দিয়ে ৪৫ ডিগ্রি কোণে কাটা: ছুরি দিয়ে ফুলের কান্ড তীর্যকভাবে কেটে নিন (কাঁচি নয়)। তারপর ঠান্ডা পানিতে দিন। পানিতে এক চামচ চিনি ও কয়েকটি বরফের টুকরো মেশান—কারণ ঠান্ডা পানি টিউলিপের পছন্দ।
ফুলদানিতে ১ থেকে ২ ইঞ্চি পানি রাখাই যথেষ্ট। অতিরিক্ত পানি ফুলের জন্য ক্ষতিকর হতে পারে। প্রতিদিন পানিটা বদলানো উচিত, যাতে ব্যাকটেরিয়া গজানোর আশঙ্কা কমে যায়। ফুলগুলিকে সরাসরি সূর্যালোক, তাপমাত্রা বা বাতাসের প্রবাহ থেকে দূরে রাখতে হবে। ফলের পাশে রাখা থেকেও বিরত থাকুন, কারণ পাকা ফল থেকে নির্গত ইথিলিন গ্যাস ফুল দ্রুত শুকিয়ে যেতে পারে। এছাড়া ফুলের পাপড়িতে হালকা পানি ছিটিয়ে দিলে সেগুলো সতেজ থাকে। পানিতে একটি পয়সা (কয়েন) দিলে ফুল দীর্ঘস্থায়ী হয়। এর পেছনের যুক্তি হলো, কপার বা তামা জীবাণুনাশক হিসেবে কাজ করে। তবে আধুনিক কয়েনে মূলত জিঙ্ক থাকে, তাই এই কৌশল কতটা কার্যকর তা নিয়ে মতভেদ রয়েছে। মাত্র ৪ পাউন্ড দামের সুপারমার্কেট টিউলিপ যদি দুই সপ্তাহ টিকে যায়, তাহলে এটি সত্যিই টাকার সঠিক ব্যবহার—এমনটাই মনে করছেন ফুলপ্রেমীরা।
বিশেষজ্ঞদের মতে, ফুলের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন তাজা পানি বদলানো, নিয়মিত কান্ড কাটা, এবং চাইলে একটি ভালো মানের ফ্লোরাল প্রিজারভেটিভ ব্যবহার করা।
সূত্র: https://shorturl.at/KI0W
মিরাজ খান