ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

"থানায় কেন, সন্ধ্যায় এসে লাশ নিয়ে যা" — অপহরণকারীদের ভয়ংকর হুংকার!

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ০৪:৩৩, ১ মে ২০২৫

ছবি: প্রতীকী

কথাটি শুনে যে কারো গা শিউরে উঠবে। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়ায়। বুধবার সকালে ৭ শিক্ষার্থী গহীন জঙ্গলের বুদবুদি ছড়া দেখতে গিয়ে অপহরণের শিকার হয়। পরে রাতে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তারা বাড়ি ফিরে আসে।

অপহৃতরা হলেন—পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের শফিউল আলমের পুত্র তৌহিদুল ইসলাম, হাইদগাঁও গ্রামের মো. ইলিয়াসের পুত্র ছাগিল, জঙ্গলখাইন ইউনিয়নের কামরুল ইসলামের পুত্র মীর সামিদ, বড়লিয়া ইউনিয়নের আহমদ নূরের পুত্র আশরাফুর রহমান খোকা, পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোবাইদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের জামাল আহমদের পুত্র ফয়সাল আহমদ এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র শাহেদ মিয়া। অপহৃত সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়ার গহীন পাহাড়ে 'বুদবুদি ছড়া' নামের একটি দৃষ্টিনন্দন স্পট রয়েছে। এটি দেখার জন্য প্রায়ই পটিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার যুবকরা সেখানে যায়। বুধবার সকাল ৮টার দিকে পটিয়ার ওই ৭ শিক্ষার্থী বুদবুদি ছড়া দেখতে বের হয়। সকাল ১১টার দিকে তারা মোবাইল ফোনে পরিবারের সদস্যদের জানায়—মুক্তিপণ না দিলে তারা জীবিত ফিরবে না।

এ সময় অপহরণকারীরা ফোনের অপরপ্রান্ত থেকে হুংকার দিয়ে বলেন, "থানায় কেন, সন্ধ্যায় এসে লাশ নিয়ে যা..."। এমন হুমকি শুনেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। শেষ পর্যন্ত অপহরণকারীদের একটি বিকাশ নম্বরে তিন লাখ টাকা মুক্তিপণ পাঠানো হয়।

পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুর রশিদ দৌলতী জানান, তার চাচাতো ভাই তৌহিদুল ইসলামসহ সাতজন শিক্ষার্থী পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত হন। অপহরণের পর থানায় জানানো হলেও উদ্ধার তৎপরতা শুরু না হওয়ায় পরিবারগুলো বাধ্য হয়ে মুক্তিপণের টাকা দেয়। টাকা পাওয়ার পর অপহরণকারীরা রাত ৯টার দিকে পটিয়ার হাইদগাঁও পাহাড়ে শিক্ষার্থীদের ছেড়ে দেয়।

বর্তমানে ওই ৭ শিক্ষার্থী নিরাপদে রয়েছেন।

এম.কে.

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার