
ছবি: সংগৃহীত
চলমান সংঘাত নিরসনে ইরান ও ইসরায়েল অচিরেই একটি চুক্তিতে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বর্তমানে দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক চলছে এবং এই পরিস্থিতিতে একটি সমঝোতায় পৌঁছানো জরুরি। রোববার, নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ স্যোশাল'-এ দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
গত তিন দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প লিখেছেন, “ইরান ও ইসরায়েলকে একটি চুক্তিতে পৌঁছাতেই হবে এবং তারা তা করবে। আমরা খুব শিগগিরই শান্তি ফিরে পাব।”
তবে এই সংঘাত বন্ধে যে অনানুষ্ঠানিক বৈঠকগুলো চলছে, কিংবা শান্তির প্রচেষ্টার অগ্রগতি সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ, শনিবার তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র হবে।
এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংঘাত নিরসনে ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউস কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে মুখ খুলেননি প্রেসিডেন্টের কোনো মুখপাত্র।
যদিও নিজেকে শান্তির বার্তাবাহক হিসেবে তুলে ধরছেন ট্রাম্প, তবে ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমনে ব্যর্থ হওয়ায় তার সমর্থকদের মধ্যেও সমালোচনা শুরু হয়েছে। অতীতে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও যথাযথ স্বীকৃতি না পাওয়ায় হতাশাও প্রকাশ করেছেন তিনি।
সূত্র: রয়টার্স
ফারুক