
ছবি: প্রতীকী
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর গায়ে আপত্তিকর স্পর্শের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবকরা তাকে বিদ্যালয়ের অফিস কক্ষেই গণপিটুনি ও জুতাপেটা করেন।
ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার রাজুকে নারী অভিভাবকরা স্কুল অফিসে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, অভিভাবক ও শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে প্রধান শিক্ষককে নারীদের হাতে জুতাপেটা হতে দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাজমুল ইসলাম ও জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী অফিস ডেতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত প্রতিবেদন দেওয়া হবে বলেও তিনি জানান।
অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক আব্দুল জব্বার দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। বিদ্যালয়ে যোগদানের এক বছর একদিনের মাথায় কোনো সুযোগ না দিয়েই অতর্কিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এম.কে.