
ছবি: জনকণ্ঠ
মহান মে দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় বিশাল র্যালি করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ফরিদপুর বাংলাদেশ সমাবেশ করেছে। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সিনিয়র যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি নেতৃত্বে র্যালিটি ফরিদপুর জেলা শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবে সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে শ্রমিকদের মানবাধিকার হরণ করেছে। সাধারণ শ্রমিকদের ১২ ঘণ্টার অধিক সময় কাজ করিয়ে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করেনি। শ্রমিকদের ঘামে অর্জিত অর্থ দিয়ে আওয়ামী লীগের প্রেতাত্মারা আনন্দ ফুর্তিতে মেতেছিলেন। এখন সময় এসেছে অধিকার আদায় করে নেওয়ার। অত্যাচারীদের দুর্নীতি বের করে শাস্তি দিতে হবে। কোনো অনিয়ম শ্রমিকরা বরদাস্ত করবে না। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেক নাজিম সহ অন্যান্য শ্রমিক নেতারা।
র্যালি ও সমাবেশে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ফরিদপুর জেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুর প্রেসক্লাব থেকে সমাবেশ করে শ্রমিকরা ওজোপাডিকো , ফরিদপুর জেলা অফিসে গিয়ে অনুষ্ঠান শেষ করেন।
রবিউল হাসান