ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পুলিশের মানসিকতা সংস্কারে সাবেক আইজিপি নুরুল হুদার পর্যবেক্ষণ

ইমাম সাহেবকে দিয়ে তো পুলিশের কাজ হবে না : সাবেক আইজিপি নুরুল হুদা

প্রকাশিত: ২০:৫৪, ১ মে ২০২৫

ইমাম সাহেবকে দিয়ে তো পুলিশের কাজ হবে না : সাবেক আইজিপি নুরুল হুদা

ছবি: সংগৃহীত

পুলিশ বাহিনীর মানসিকতা সংস্কারে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা। তিনি বলেন, "একজন ভালো মানুষ হয়তো ভালো পুলিশ হতে পারবেন না, আবার একজন দক্ষ মানুষও নৈতিকভাবে উপযুক্ত না হলে ভালো পুলিশ হতে পারবেন না।"

তিনি আরও বলেন, "ব্রিটিশ আমলের পাঠ্যক্রম অনুসরণ করে বহু বছর ধরে যারা পুলিশ বাহিনীতে এসেছেন, তাদের অনেকেই শুধুমাত্র একটি চাকরির জন্য এসেছেন। আবার কেউ কেউ এসেছেন বিদ্রোহী মনোভাব নিয়ে। বিপ্লবী হিসেবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু ও অরবিন্দ ঘোষের নাম জানলেও, বেশিরভাগের মনন ছিল রাষ্ট্রের নির্দেশ মানার মধ্যেই সীমাবদ্ধ।"

নুরুল হুদা বলেন, "এই মানসিকতা বহু যুগ ধরে তৈরি হয়েছে। একজন জার্মান দার্শনিক বলেছেন, মানুষ যখন প্রথম ইউনিফর্ম পরে তখন থেকেই সে নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শুরু করে। ফলে এই মানসিকতা সহজে বদলানো সম্ভব নয়।"

তিনি উদাহরণ দিয়ে বলেন, "আপনি যদি একজন ইমাম সাহেবকে দিয়ে সরকারি হুকুম বাস্তবায়ন বা বিরোধী দল দমনের মতো আক্রমণাত্মক কাজ করাতে চান, সেটা সম্ভব হবে না। কারণ তাঁর ব্যক্তিত্ব, আদর্শ ও মানসিকতা সে ধরনের নয়। তেমনি একজন ভালো মানুষ দিয়েও সব সময় পুলিশের কাজ হবে না।"

সাবেক এই পুলিশ কর্মকর্তা মনে করেন, পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য শুধু প্রশিক্ষণ নয়, বরং তাদের দৃষ্টিভঙ্গি, দর্শন ও মূল্যবোধে পরিবর্তন আনা জরুরি। তাহলেই তারা জনগণের সেবক হিসেবে সত্যিকার অর্থে দায়িত্ব পালন করতে পারবেন।

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার