
ছবি : জনকন্ঠ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা " বাংলাদেশ জাতীয়তাবাদী দল"(বিএনপি') এর দুইজন নেতাকে পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
২৯ এপ্রিল খাগড়াছড়ি জেলা বিএনপি'র সহ-দফতর সম্পাদক নিপু আহম্মদ স্বাক্ষরিত একপত্রে মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আক্কাস আলী ও বাটনাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাঁদের উপর অর্পিত দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ ১ মে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন । তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) গণমানুষের আস্থার ঠিকানা। এখানে দলীয় পরিচয়ে কেউ চাঁদাবাজি, ভূমি জবরদখল, অন্যায় বা কাউকে হয়রানি করার সুযোগ নেই। ইতোমধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বিষয়টি জানিয়ে নেতা-কর্মীদের সতর্ক করেছেন।
আঁখি