
ছবি: সংগৃহীত
বাড়ির পাশে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সুজিত সূত্রধর (২৮) নামে এক মানসিক বিকারগ্রস্থ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। মৃত সুজিত সূত্রধর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পূর্ব কাকৈরগড়া গ্রামের মৃত রমেশ সূত্রধরের ছেলে।
বুধবার (৩০ এপ্রিল) দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দিনগত রাত ১০টার থেকে ১১টার মধ্যে যেকোনা সময় এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছে মৃতের পরিবার ও পুলিশ।
জানা যায়, সুজিত সূত্রধর মানসিক বিকারগ্রস্থ ছিলেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সুজিত সূত্রধর রাতের খাবার খেয়ে নিজ শোবার ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বসত ঘরের উত্তর-পশ্চিম কোণে গাছের ডালের সাথে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখা যায় তার নিথর দেহ।
পরিবারের সদস্যদের ধারণা রাত ১১টা থেকে ১২টার মধ্যবর্তী কোনো একসময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুজিত। খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহ থানায় নিয়ে যায় পুলিশ।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের জন্য মৃতদেহ আজ (বুধবার) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ফারুক আহমেদ তালুকদার/রাকিব