
ছবি সংগৃহীত
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম জিও নিউজ জানায়, রাতভর তীব্র গোলাগুলির ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর একাধিক চেকপোস্ট ও বাঙ্কার ধ্বংস হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। এর পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলা চালায় এবং ২৯ থেকে ৩০ এপ্রিল গভীর রাতে ভারতের একটি চেকপোস্ট ধ্বংস করে দেয়।
সূত্র জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্টসহ আরও কয়েকটি বাঙ্কার সফলভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। পাক সেনাবাহিনীর দাবি, এই প্রতিক্রিয়ায় ভারতের হামলা পুরোপুরি প্রতিহত করা সম্ভব হয়েছে।
আশিক