
ছবি: সংগৃহীত
পাক-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যে আজ গভীর রাতে ভারত-পাকিস্তানের লাইন অব কন্ট্রোলে বিমান যুদ্ধের কথা কথা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের যুদ্ধবিমান ভারতীয় যুদ্ধবিমানকে ধাওয়া করেছে।
পোস্টে তিনি লেখেন, ‘পাকিস্তান-ভারত লাইন অব কন্ট্রোল এ বিমান যুদ্ধ!? ভারতীয় যুদ্ধবিমানকে পাকিস্তানের ধাওয়া! পরিস্থিতি যেকোনো সময়ে মারাত্মক হয়ে যেতে পারে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর থেকেই দুই দেশের সীমান্তজুড়ে সামরিক তৎপরতা ও রাজনৈতিক চাপ বাড়ছে, যুদ্ধাবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে এখনো পর্যন্ত কোনো কার্যকর কূটনৈতিক পদক্ষেপ দেখা যায়নি।
রাকিব