
বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের সঙ্গে টক্কর দিচ্ছেন বার্সার লামিন ইয়ামাল
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা ও ইন্টার মিলান। মঙ্গলবার রাতে বার্সেলোনার ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে একবার এগিয়ে যাচ্ছে এক দল, পর মুহূর্তেই সমতায় ফিরছে আরেক দল—এমন উত্তেজনাকর দৃশ্যেই কেটেছে পুরো ৯০ মিনিট।
শুরুতেই চমক ইন্টারের
ম্যাচের মাত্র ১ মিনিটেই দর্শকদের হতবাক করে গোল করেন ইন্টারের ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম। এরপর ২১ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডেনজেল ডুমফ্রিস। শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় বার্সা।
বার্সার ঘুরে দাঁড়ানো
তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ২৪ মিনিটে ১৬ বছর বয়সী লামিন ইয়ামালের একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান কমায় বার্সা। এরপর ৩৮ মিনিটে ফেরান তোরেসের নিখুঁত শটে ম্যাচে সমতা ফেরে (২-২)।
দ্বিতীয়ার্ধেও রোমাঞ্চ
দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় ইন্টার। ৬৩ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ডুমফ্রিস। কিন্তু দুই মিনিট পরই বার্সার রাফিনহার শটে বল লাগে ক্রসবারে, এরপর ইন্টার গোলরক্ষক সোমারের গায়ে লেগে জালে ঢুকে পড়ে—আত্মঘাতী গোল হিসেবে সেটি গণ্য হয়। ফলে আবারও ম্যাচে সমতা ফেরে।
পরিসংখ্যানে বার্সা এগিয়ে
ম্যাচে বল দখলে আধিপত্য ছিল বার্সেলোনার। পুরো ম্যাচে ৭০.৬ শতাংশ সময় বল ছিল তাদের দখলে। গোলমুখে শটেও এগিয়ে ছিল তারা—৮টি অন-টার্গেট শট নেয় বার্সা, যেখানে ইন্টার নেয় মাত্র ৩টি।
এই ড্রয়ের ফলে দুই দলের মধ্যকার ফাইনালে যাওয়ার লড়াই এখন নির্ধারিত হবে দ্বিতীয় লেগে। আগামী ৬ মে ইন্টার মিলানের সান সিরো স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে বার্সা ও ইন্টার। সেই ম্যাচেই জানা যাবে কে পা রাখতে যাচ্ছে ওয়েম্বলিতে, চ্যাম্পিয়ন্স লিগের মর্যাদার ফাইনালে।
এসএফ