
ছবি: সংগৃহীত
রিউমার স্ক্যানার বাংলাদেশের অনুসন্ধানে প্রকাশ—২০২০ সালের একটি ভিন্ন ঘটনার ভিডিও ছড়ানো হচ্ছে মিথ্যা দাবিতে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘিরে আলোচনার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে জনসম্মুখে হেনস্তা করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে—তিনি নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলায় “জুতার মালা” পরানো শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে নানান বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
তবে রিউমার স্ক্যানার বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। যাচাই করে দেখা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি আদতে ২০২০ সালের একটি পুরনো ঘটনা। ওই বছর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে এক মাদ্রাসার অফিস সহকারীকে এলাকাবাসী গণধোলাই দেয় এবং অপমান করে। ভিডিওটি তখন বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছিল।
পুরনো এই ভিডিওকে বর্তমানে ইচ্ছাকৃতভাবে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ভিডিওটির সঙ্গে "ইমাম", "আওয়ামী লীগ" বা "রাজনৈতিক সমর্থনমূলক বক্তব্য" দেওয়ার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
রিউমার স্ক্যানার বাংলাদেশ জানায়, এমন ভুয়া তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে সতর্ক থাকতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার করা উচিত নয়।
আসিফ