ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পাপনের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রমাণ মিলেছে: দুদক

প্রকাশিত: ২১:৩৯, ৫ মে ২০২৫; আপডেট: ২১:৪০, ৫ মে ২০২৫

পাপনের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রমাণ মিলেছে: দুদক

ছবি: সংগৃহীত

বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার মানি লন্ডারিং এর প্রমাণ মিলেছে বলে দাবি দুর্নীতি দমন কমিশন দুদকের। সেই সাথে ক্রিকেট টুর্নামেন্টের নাম করে ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার সহযোগী হিসেবে মামলা হয়েছে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও।

যুব ও ক্রীড়ামন্ত্রী হবার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব ছাড়েননি নাজমুল হাসান পাপন। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ পাপনের নির্দেশে বাংলাদেশ প্রিমিয়ার লীগ, বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসি টুর্নামেন্টে বিদেশী কোচ নিয়োগসহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, "নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ইসমাইল হায়দার মল্লিক, এক্সিকিউটিভ ডিরেক্টর, বর্তমানে চাকুরিচ্যুত, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরো একটি মামলার সিদ্ধান্ত হয়েছে।" এদিকে পাপনের আশীর্বাদপুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে।

ঢাকা লীগের চারটি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। দুদকের কর্মকর্তা আরও বলেন, "নাজমুল হোসেন পাপনসহ বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন।"

সম্প্রতি বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসংগতি খুঁজে পায় দুদক। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন সুপারিশ করেছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=lAXyI94W60o

আবীর

×