ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

শিবালয়ে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ২২:২৩, ৬ মে ২০২৫

শিবালয়ে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

ছবি: জনকণ্ঠ

মানিকগঞ্জের শিবালয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি’র আয়োজনে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।


শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমী প্রমুখ।


আগামী ৪ জুন এ প্রশিক্ষণ কোর্স শেষ হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

রবিউল

×