
ছবি: জনকণ্ঠ
কেশবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে নিজ জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সদর ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুজ্জামান কামাল। মঙ্গলবার (৬ মে) দুপুরে কেশবপুর প্রেসক্লাবে তিনি ওই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি মেম্বার কামরুজ্জামান কামাল বলেন, সোমবার দুপুরে উপজেলা বিএনপির সহ-कोষাধ্যক্ষ সিরাজুল ইসলাম ও সদর ইউনিয়নের ৭ নম্বর সুজাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবুল লোকজন নিয়ে তার ১০ কাঠা জমির পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যান।
তিনি আরও অভিযোগ করেন, এক মাস আগে ওই ব্যক্তিরা সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা তার মৎস্য ঘের থেকে মাছ লুট করে এবং একটি স্যালো মেশিন নিয়ে যান। একজন ইউপি মেম্বার হয়েও বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম বাবুল বলেন, “এটা আমাদের পারিবারিক বিষয়। ইউপি মেম্বার কামরুজ্জামান কামাল আগে ওই জমি ভোগদখল করতেন, এখন ভাগ পরিবর্তন হয়েছে। আমার ও সিরাজুল ইসলামের নামে সংবাদ সম্মেলনে যে অভিযোগ করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা।”
এম.কে.