ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র

প্রকাশিত: ১৯:৪৩, ৬ মে ২০২৫

পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র

বাবার সাথে ক্রিস্টিয়ানো জুনিয়র

বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর পথেই হাঁটছেন তার পুত্র। ১৪ বছর বয়সেই পর্তুগালের জাতীয় ফুটবলে নিজের যাত্রা শুরু করলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। প্রথমবারের মতো তিনি ডাক পেয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে।

চলতি মাসের ১৩ থেকে ১৫ মে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ভ্লাতকো মারকোভিচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট উপলক্ষে ২২ সদস্যের দল ঘোষণা করেছেন অনূর্ধ্ব-১৫ দলের কোচ জোয়াও সান্তোস। সেই স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র, যিনি জুন মাসে ১৫ বছরে পা দেবেন।

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলার সময় রোনালদোর ছেলে ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলেছেন এবং সেখানে তার পারফরম্যান্স নজরে আসে জাতীয় দলের কোচদের। সেখান থেকেই উঠে আসে জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা, যা অবশেষে বাস্তবে রূপ নিল।

প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলা জুনিয়র রোনালদোর সামনে রয়েছে চারটি ম্যাচ খেলার সুযোগ। ফুটবলবিশ্বের নজর এখন তার দিকেই—বাবার মতোই কি ছেলেও হয়ে উঠবেন মাঠের আরেক তারকা?

এসএফ 

×