ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান যুদ্ধ ॥ আতঙ্কে পুঁজিবাজারে ধস

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৫, ৭ মে ২০২৫

ভারত-পাকিস্তান যুদ্ধ ॥ আতঙ্কে পুঁজিবাজারে ধস

পুঁজিবাজারে রীতিমতো ধস নেমেছে

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান রক্তক্ষয়ী সংঘাত যুদ্ধে জড়ানোর প্রভাবে বাংলাদেশের পুঁজিবাজারে রীতিমতো ধস নেমেছে। আতঙ্কে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা মাত্রাতিরিক্ত বিক্রির চাপ বাড়ানোর কারণে প্রায় সবকটি প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম কমার তালিকায়। সেই সঙ্গে মূল্যসূচকের বড় পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেনের গতিও।

বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৯৬ দশমিক ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ৩ শতাংশ। আর ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় দরপতন হয়েছে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে উপমহাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় শেয়ার বিক্রির চাপ বেড়ে বড় দরপতন হয়েছে।
তারা বলছেন, ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কারণে আতঙ্ক ছড়াবে এটাই স্বাভাবিক। তবে আগে থেকেই পতনের ধারায় থাকা দেশের শেয়ারবাজার এখন তলানিতে রয়েছে। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে না পড়লে এখন থেকে শেযারবাজারে বড় দরপতন না হওয়াটাই স্বাভাবিক।

সুতরাং বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক আচরণ করা উচিত। তাহলে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। দুই সপ্তাহ আগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ভারত। এতে ৭০ জনের মতো প্রাণ হারিয়েছে।

×