ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কঠিন পরিস্থিতিতেও ইসরায়েলের ভয়ানক হুমকিকে প্রত্যাখ্যান করলো গাজার সাধারণ মানুষ

প্রকাশিত: ১৯:০৮, ৬ মে ২০২৫; আপডেট: ১৯:০৯, ৬ মে ২০২৫

কঠিন পরিস্থিতিতেও ইসরায়েলের ভয়ানক হুমকিকে প্রত্যাখ্যান করলো গাজার সাধারণ মানুষ

ছবি: সংগৃহীত

ইসরায়েল হুমকি দিয়ে লোকজনকে “অবিলম্বে এলাকা খালি করতে” বলার পর ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর আগের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দেশটির হোদেইদা বন্দরে বোমাবর্ষণ করেছিল ইসরায়েল।

হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা বাসেম নাইম বলেন, “গাজায় ইসরায়েলি অবরোধ ও বোমাবর্ষণ চলতে থাকলে কোনো আলোচনা বা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা বলার অর্থ নেই।”

গাজার সাধারণ মানুষ আল জাজিরাকে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পরও তারা বাড়িঘর ছাড়বেন না। তারা জানান, “গাজার ২০ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হবে”—ইসরায়েলি এই হুমকিকে তারা প্রত্যাখ্যান করছেন।


সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/5/6/live-israel-attacks-yemen-lebanon-syria-and-gaza-in-one-day

আবীর

×