
ছবি: সংগৃহীত
ঢাকা বিমানবন্দরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে এসে আবেগঘন এক চিত্রের সৃষ্টি হয়। মঙ্গলবার (৬ মে, ২০২৫) সকালে নারায়ণগঞ্জ থেকে ভোর পাঁচটায় রওনা দিয়ে ঢাকায় ছয়টায় পৌঁছান এক ব্লাড ক্যান্সারে আক্রান্ত নারী ও তার স্বামী। তাদের উদ্দেশ্য একটাই— দীর্ঘদিন পর দেশে ফেরা প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখা।
উক্ত নারী জানান, “মানুষ মরণশীল। হয়তো আজকেই মারা যেতে পারি। তাই শেষ ইচ্ছেটা পূরণ করতে এসেছি। আমার মার পরে যদি কারও স্থান থাকে, তা হলো বেগম খালেদা জিয়া। আমি তাকে মায়ের মতো শ্রদ্ধা করি।”
তিনি আরও বলেন, “দুই বছর আগে যখন শরীর আরও খারাপ ছিল, তখন আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম আল্লাহর ঘর দেখতে চাই। তিনি আমাকে নিয়ে ওমরাহ করতে গিয়েছিলেন। এবার বললাম, তুমি তো যাবা, আমি চাই আমার মাকে, মানে বেগম খালেদা জিয়াকে একবার দেখি। তখন তিনি রাজি হলেন।”
দম্পতি ফজরের নামাজ পড়ে বের হন। “২০-২২ বছর আগে একবার দূর থেকে তাকে দেখেছিলাম। আজকে সামনে থেকে হোক, দূর থেকে হোক, শেষবারের মতো দেখতে এসেছি,”—বললেন ক্যান্সারে আক্রান্ত ওই নারী।
তিনি জানান, খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করতেন, তখন থেকেই তিনি তার প্রতি দুর্বল ছিলেন। “গত ১৭ বছর ধরে উনার ওপর অনেক নির্যাতন হয়েছে, কিন্তু আমার ভালোবাসা কমে যায়নি।”
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস ১৭ দিন চিকিৎসার পর দেশে ফিরছেন— এই খবর শুনেই তারা ছুটে আসেন। “আমার স্ত্রী একজন ব্লাড ক্যান্সারের রোগী। গত রাতে বললেন, ‘আমার শেষ ইচ্ছাটা পূরণ করো।’ সেই ইচ্ছেই আজ পূরণ করতে এসেছি,”— বললেন তার স্বামী।
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=9nonx61BL1s
এম.কে.