ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন শমিত সোম

প্রকাশিত: ২৩:০৯, ৬ মে ২০২৫

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন শমিত সোম

ছবি: সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামার সবুজ সংকেত পেলেন কানাডা প্রবাসী শমিত সোম। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে বাংলাদেশের জাতীয় দলে খেলার অনুমতি দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই অভিষেক হতে পারে এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডারের।

এর আগে, চলতি মাসের ১ তারিখে কানাডা সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছিলেন শমিত। পরে ৫ মে, বাংলাদেশের পাসপোর্ট হাতে পান তিনি। এ দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ফিফার অনুমোদন আসে।

এদিকে, ক্লাব ফুটবলেও নজরকাড়া পারফরম্যান্স করে যাচ্ছেন শমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির হয়ে সর্বশেষ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন তিনি। পুরো ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ড সামলে দলকে এনে দেন জয়। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় কাভালরি, যেখানে গোল বা অ্যাসিস্ট না করলেও মাঝমাঠে শমিতের উপস্থিতি ছিল অনন্য।

তার এই নৈপুণ্যের স্বীকৃতিও মিলেছে দ্রুত। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের জাতীয় দলে অন্তর্ভুক্তি শুধু দলীয় শক্তি বাড়াবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবলকে এক ধাপ এগিয়ে নিতে সহায়ক হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এসএফ 

×