ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

খিয়াং নারী হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ২২:৫৫, ৬ মে ২০২৫

খিয়াং নারী হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

ছবি: জনকণ্ঠ

বান্দরবানের থানচিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ ছাত্রসমাজের ব্যানারে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী উজাই মারমা ও সুজন চাকমা। এতে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা এবং মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা।

বক্তারা বলেন, এই পাশবিক ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাঁরা অভিযোগ করেন, পাহাড়ে নারীরা বারবার সহিংসতার শিকার হলেও সঠিক বিচার মিলছে না।
 

শহীদ

×