
ছবি: জনকণ্ঠ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেনে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে তৈরি করাই মূল লক্ষ্য।
আনসারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর বেকারদের প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল করার সুযোগ কাজে লাগাতে হবে। আমরা সামাজিক নিরাপত্তার জায়গায় কাজ করবো। আত্মনির্ভশীলতা হবে আমাদের মৌলিক অগ্রযাত্রার ভিত্তি।
মঙ্গলবার (৬ মে) দুপুরে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, বাহিনী কেবল নির্বাচনকালে বা দুর্যোগ ও উৎসবের সময় সহায়তা করা ছাড়াও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এবং সমাজের উন্নয়নে আনসার বাহিনীর অনেক কিছু করার আছে। বিগত বছরে এক লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সামনে আরও এক লাখ তরুণ জনগোষ্ঠীকে কর্মক্ষম প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ আশরাফুল আলম, পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) ফাতেমা-তুজ-জোহরা, পরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) অম্লান জ্যোতি নাগ, উপ-পরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ ও কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদ