
নাহিদ হাসান
শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেল শুধু এক বাহন নয়, যেন এক আস্ত জীবন। বাবার প্রতি অগাধ ভালোবাসা নিয়ে ‘বাবার সাইকেল’ শিরোনামে গান বেঁধেছেন ধ্রুব মিউজিক আমার গানের ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী নাহিদ হাসান।
নাহিদের অসাধারণ কাব্যমালা, সুর ও কণ্ঠে ?‘বাবার সাইকেল’ গানের সংগীতায়োজনে ছিলেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
ব্যতিক্রমী এই গানটি নিয়ে নাহিদ হাসান জানালেন, জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহির্প্রকাশ ‘বাবার সাইকেল’। যে সাইকেলে করে বাবা বিভিন্ন কাজ করেছেন। আমাকে পেছনে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিল বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল।